আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় দেড় শতাধিক যাত্রী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মুজাফরনগরের খাওতালিতে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও এনডিটিভির।
ওড়িষ্যার পুরি থেকে ছেড়ে ট্রেনটি উত্তরখান্ডের হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।