সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় বন্যা ও ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প ও ঔষুধ পত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ভালোবাসি গাইবান্ধা ঢাকার আয়োজনে ও জেলা প্রশাসক এবং জেলা সিভিল সার্জনের সহযোগিতায় ওই সব এলাকার বন্যা ও ভাঙ্গন কবলিত মানুষের মাঝে দিনব্যাপী চিকিৎসা ও ঔষুধ পত্র বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভালোবাসি গাইবান্ধার সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম আশিক (যাদু), ঢাকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ভালোবাসি গাইবান্ধার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান হীরা, কামারজানি মাচেন্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ শিহাব, ডাঃ বিশেশ্বর চন্দ্র রায়, হযরত আলী শিমুল, ফুয়াদ আল হাসান, নাসির আহম্মেদ সহ প্রমুখ।