গাইবান্ধা প্রতিনিধিঃ কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধির পেয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ে মেরিন বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৫টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ফুলছড়ি তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো দুইদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে পাউবো জানায়।