শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্য দলের ব্যাটসম্যানদের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘আপনি লক্ষ্য করলে দেখবেন শেষ নয় টেস্টের ছয়টিইতে এক ইনিংসে আমরা ৬শ’ রান করেছি। এ থেকেই বুঝা যায় ব্যাটসম্যানরা কতটা ক্ষুধার্ত, তারা সুযোগের অপেক্ষায় ছিলো। লোয়ার–অর্ডার ব্যাটসম্যানরাও ভালো করেছে, দলের মধ্যে তারা ভালো অনুভব করছে। একে অপরের অবদানে ড্রেসিংরুমে আমরা সবাই আনন্দ অনুভব করছি। আমরা সত্যিই ধারাবাহিকতা ধরে রাখছি, প্রশংসনীয় পারফরমেন্স করছি এবং টেস্টে আমরা এখন ভালো করছি।’
একদিন হাতে রেখেই শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্ট ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে জিতে নেয় সফরকারী ভারত। তাই ২–০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে তারা।
সিরিজ জয়ের পেছনে প্রথম ইনিংসে ভারতের বড় সংগ্রহ দারুন কাজে দিয়েছে। গল–এ সিরিজের প্রথম টেস্টে পুরোপুরি ৬শ’ এবং কলম্বো টেস্টে ৯ উইকেটে ৬২২ রানে ইনিংস ঘোষণা করে ভারত। তাই ভারতীয় ব্যাটসম্যানদের প্রশংসাই ঝড়েছে কোহলির মুখে, ‘আমাদের ব্যাটসম্যানদের সেরাটা দেয়া চেষ্টা করেছে এবং তারা সফলও হয়েছে। আশা করবো পরের ম্যাচে ব্যাটসম্যানরা সফল হবে।’
এই সিরিজ জয়ে বিরাট কোহলির নেতৃত্বে টানা আটটি সিরিজ জিতলো ভারত এবং দল জয়ের ধারা অব্যাহত রাখায় ভীষণ খুশি এতে কোহলি।
তবে দেশের চেয়ে বিদেশের মাটিতে আরও সাফল্য আশা করেন কোহলি এবং বাইরে খেলার সময় মানসিকতার আরও পরিবর্তনও আশা করেন তিনি, ‘খুবই ভাল লাগছে কারণ আমরা ধারাবাহিকতা ধরে রেখেছি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখাটা আবারো সিরিজ জয় করাটা খুবই আনন্দের। হ্যাঁ, আমাদের সামনে বিদেশের মটিতে হোয়াইওয়াশের সুযোগ এসেছে। কিন্তু সত্যিকারভাবেই বলছি– আমরা টেস্ট ম্যাচ বা টেস্ট ক্রিকেটকে এখন আর বাড়ি বা বিদেশ হিসেবে চিন্তা করি না। আমরা শুধুমাত্র একটি টেস্ট ম্যাচকে টেস্ট ম্যাচের মতই দেখছি। যেখানেই খেলবো সেখানেই জিততে চাই। আমরা জয়ের অভ্যাস তৈরি করেছি। আর এটা ভবিষ্যতেও করে দেখাতে চাই। টেস্ট ক্রিকেট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবাই বেশ আবেগ নিয়ে খেলে।’ সূত্রঃ বাসস