
ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে বেতন-ভাতা সংক্রান্ত চুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক, আলোচনা চলছিল। শেষ পর্যন্ত বোর্ডের সাথে সমঝোতায় পৌঁছেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার অ্যাসোসিয়েশন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মুখোমুখি আলোচনায় বসেন বোর্ড সভাপতি জেমস সাদারল্যানন্ড ও ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অ্যালিস্টার নিকোলসন। তাদের মধ্যে চূড়ান্ত আলোচনায় মিটে যায় সব সঙ্কট।
এর ফলে নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইলো না। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২শে অগাস্ট থেকে বাংলাদেশ সফরে থাকার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।
বোর্ডের আয়ের ভাগ তৃণমূলের ক্রিকেটাররাও এতদিন পেয়ে আসছিল। নতুন চুক্তিতে কেবল জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের আয় দেয়ার প্রস্তাব দিলে সেটি নাকচ করে আন্দোলনে যায় দেশটি সর্বোচ্চ পর্যায়ের ২৩০ ক্রিকেটার। অবশেষে অনড় থাকা ক্রিকেটারদের দাবিই অনেকখানি মেনে নেয়া হয়েছে।
চলতি মাসের ১৮ আগস্ট দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের দল। ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে আলোচিত এই সিরিজ।