গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ের পরিত্যাক্ত একটি কোয়ার্টার থেকে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে একটি পরিপক্ষ গাঁজার গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার গাছটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।