গাইবান্ধা প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বিকেলে গাইবান্ধা শহরের পৌরপার্কের কড়ইতলা চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এই কর্মসূচিতে সহযোগিতা করে গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার যুগ্ন-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক রওশন আলম পাপুল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখীব হাসান রিমন, সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, তৌহিদুল ইসলাম বিমান, হারেজ উদ্দিন জিলাদার, সাধারণ সম্পাদক আইয়ুব হাসান সুমন, সদস্য সোহেল রানা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম নিশিদ, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে রক্তদান করেন শাহজাহান মিয়া, হারেজ উদ্দিন জিলাদার ও রওশন আলম পাপুল প্রমুখ।