
বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার। এমন খবরে মাতম গোটা ফুটবল দুনিয়া। তবে সে খবর আরও উসকে দিচ্ছে চ্যাম্পিয়ন্স কাপ শেষে দলের সঙ্গে নেইমারের বার্সায় না ফেরার বিষয়টি।
জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে করে চীনে গেছেন নেইমার। সেখান থেকে যাবেন কাতার সফরে। উদ্দেশ্য প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মালিকের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং।!
এদিকে স্প্যানিশ মিডিয়াগুলো বলছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোই নাকি বার্সার হয়ে নেইমারের শেষ ম্যাচ। এই সপ্তাহের মধ্যে কাতার সফরেই নাকি পিএসজির সঙ্গে চুক্তি হয়ে যাবে নেইমারের। এপর স্বাস্থ্য পরীক্ষা শেষে নতুন জার্সি পরে মাঠে নামবেন তিনি।
এ আলোচনা আরও ডালপালা মেলেছে চীনের একটি কোম্পানির বরাতে প্রচরিত খবরে। নেইমার এখন সাংহাইয়ে। এখানে তার স্পনসরদের পণ্য প্রচারণার কাজে গিয়েছেন। কিন্তু এই সফরের সূচি কাটছাঁট করতে হয়েছে। আজ চীনের সবচেয়ে বড় অনলাইন পর্যটন কোম্পানির একটি আয়োজন ছিল।
আজ চীনের সবচেয়ে বড় অনলাইন পর্যটন কোম্পানির একটি আয়োজন ছিল। তবে নেইমারের ব্যবস্থাপকদের পক্ষ থেকে কোম্পানিটিকে জানিয়ে দেয়া হয়েছে, ‘নেইমার বর্তমানে ট্রান্সফার নিয়ে ব্যস্ত!’

সুতরাং স্প্যানিশ মিডিয়া বলছে, বার্সা সমর্থকদের আর নেইমারের প্রতীক্ষা না করাই ভালো। নেইমার ফিরবেন না। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজির জার্সিতে খেলবেন তিনি। বার্সেলোনা এই বাস্তবতা মেনে নিয়েছে বলেই খবর। তারা এখন নেইমারের বিকল্প ভাবছে। নেইমারের বদলে বার্সাকে আর্জেন্টাইন তারকা উইঙ্গার ডি মারিয়াকে দিতে চায় পিএসজি। কিন্তু নেইমারের পেছনে এত টাকা ওড়ানো হজম করতে পারছে না বার্সা। তাই তারা উয়েফাকে এই ট্রান্সফার নিয়ে তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে!
তবে ব্রাজিলের পত্রিকাগুলো বলছে অন্য কথা। তাদের ভাষায়, নেইমার কাতারে যাচ্ছেন ২০২২ কাতার বিশ্বকাপের প্রচারণার জন্য ৫ বছরের চুক্তি করা। সেই বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা নেইমার হবেন তা বলার অপেক্ষা রাখে না। এটা বুঝতে পেরেই প্রচারণার জন্য নেইমারকে ২৭০ মিলিয়ন ইউরো দিতে চায় কাতার। ব্রাজিলের সংবাদ যদি সত্য হয় তবে ২৭০ মিলিয়নের কাছে ২২২ মিলিয়ন তো কিছুই নয়!