সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরেছে। বাশের টার ,সাঁকো এবং নৈাকা দিয়ে পারাপার করছেন চরাঞ্চলবাসি। বিশেষ করে স্কুল ও কলেজগামি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে।
বন্যায় উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের চরাঞ্চলের রাস্তাঘাট ধসে এবং খুঁয়ে যাওয়ায় বর্তমানে ব্যবহারে অনুপযোগি হয়ে পড়েছে। পাশাপাশি চরাঞ্চলের রাস্তাঘাটে বড় বড় গর্তের সৃষ্টি হওযায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে বাশের টার ও সাঁকো দিয়ে পারাপার করছেন চরের মানুষজন। এক চর থেকে অরেক চরে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। যার কারনে চরাঞ্চলবাসিরা নিজ উদ্দোগে সাঁকো ও টার নির্মাণ করে চলা ফেরা করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান চরাঞ্চলের প্রায় ২৫০ কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়ে পরেছে।
কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, তার ইউনিয়নের সকল ওয়াড়ের রাস্তাঘাট ধসে গেছে। যার কারনে চরের মানুষজনের চলাচল কষ্টকর হয়ে পরেছে। পানি কমে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে ।তিনি আরও বলেন যে জায়গায় নৌকা চলছে না সেখানে সাঁকো ও টার দিয়ে চলাফেরা করছে চরের মানুষজন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া জানান, ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাটের তালিকা পাঠানো হয়ে। তাছাড়া এখন রাস্তা মেরামেত করা সম্ভব হবে না। তারপরও বরাদ্দ পেলে ব্যবস্থা নেয়া হবে।