গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বুধবার নৌকাযোগে হলদিয়াসহ ৫টি ইউনিয়নের পানিবন্দি এলাকার বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী (শুকনা খাবার) বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে বানভাসি অসহায় মানুষদের উদ্দেশ্যে রিপন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যেকোন দূর্যোগ মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যাকবলিত এলাকার বন্যার্ত মানুষের পাশে দাড়াতে এবং সবধরনের সাহায্য করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী কার্যক্রম চলছে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ব্যক্তি ও এনজিওদেরকে বন্যার্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহব্বান জানান তিনি। এসময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক এসএম মুজাহিদুল ইসলাম বকুল, জেলা স্বেচ্ছাসেকলীগ নেতা তরিকুল ইসলাম তারেক, লুৎফর রহমান, জহুরুল ইসলাম, হুমায়ন রশিদ রনজু, লিটন, লিয়নসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।