খবরবাড়ি ডেস্কঃ উজান থেকে নেমে আসা পানি ও অতিবৃষ্টিতে গাইবান্ধা জেলার ৪টি উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসা ও তাদের মাঝে তার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে গাইবান্ধাবাসীকে আতংকিত না হয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশ মেনে চলার আহবান জানানো হয়েছে। বন্যা সর্ম্পকিত যেকোন প্রয়োজনে জেলা প্রশাসকের সাথে সার্বক্ষনিক যোগাযোগের আহবান জানানো হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল গাইবান্ধাবাসীর সহযোগিতায় বন্যা মোকাবেলা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছে।