গাইবান্ধা প্রতিনিধিঃ এসকেএস ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন এর সভাপতিত্বে এসকেএস ফাউন্ডেশন এর প্রধান কার্যলয়ে বুধবার সকাল ১১টায় সংস্থার জরুরী সাড়াদান টীমের সদস্যদের উপস্থিতিতে এক জরুরী সভার আয়োজন করা হয়। বিগত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে অবিরাম পানি বৃদ্ধির কারনে সৃষ্ট বন্যায় আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং বন্যাকালীন সময়ে জরুরী প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুতি হিসেবে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বন্যার সার্বিক অবস্থা বিবেচনায় এই মহুুর্তে বিভিন্ন স্থানে আশ্রিত মানুষের জরুরী প্রয়োজনীয় সহায়তা- যেমন জীবন ও সম্পদ উদ্ধার, নিরাপদ পানি সরবরাহ, ল্যাট্রিন স্থাপন, স্বাস্থ্য ক্যাম্প আয়োজন, সরকারী ত্রাণ কাজে সহায়তা করাসহ অন্যান্য জরুরী কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। সভায় নির্বাহী প্রধান জেলা ও উপজেলা প্রশাসনের পরামর্শক্রমে যে সকল স্থানে আক্রান্ত মানুষ আশ্রয় গ্রহন করেছে সেখানে স্থানীয় জন প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগের সাথে সমন্বয় করে চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত হয়। আরও সিদ্ধান্ত হয় যে, নির্ধারিত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিয়মিত পরিস্থিতি প্রতিবেদন প্রস্তুত করে সকল দাতা সংস্থার সাথে পরিস্থিতি শেয়ার করবেন, সভায় রেডিও সারাবেলাকে ধন্যবাদ জানানো হয় যে, রেডিও সারাবেলা জরুরী পরিস্থিতি বিবেচনায় বন্যা সকর্তীকরণ বার্তা ও প্রয়োজনীয় প্রস্তুতির উপর বিশেষ সংবাদ, সাক্ষাৎকার ও সচেতনতামূলক বার্তা সম্প্রচার করছেন এবং পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে তাদের সম্প্রচার নিয়মিত সময় অতিক্রম করে ২৪ ঘন্টা সম্প্রচার করছেন। এছাড়া রেডিও সারাবেলার উদ্যোগে হেল্প ডেস্ক খোলা হয়েছে। গাইবান্ধার বন্যা পরিস্থিতি সম্পর্কিত তথ্য জানানো ও জানতে ০১৭১৩৪৮৪৪৬৫-এই নম্বরটি ২৪ ঘন্টার জন্য উন্মুক্ত করা হয়েছে।