গাইবান্ধা প্রতিনিধিঃ বন্যা দূর্গত পরিবারের সদস্যদের জন্য নিরাপদ পানি সরবারহ, বাঁধে আশ্রয় নেয়া পরিবার সমূহের রাতের নিরাপত্তার জন্য সোলার স্থাপন করা, পয়নিস্কাসনের জন্য ল্যাট্রিন স্থাপন করাসহ বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা নিরোসনের জন্য এসকেএস ফাউ-েশন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করছে।
গতকাল রবিবার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র্রে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়। যেখানে একজন এমবিবিএস ডাক্তার, দুইজন স্বাস্থ্য সহকারী ও চারজন স্বাস্থ্যসেবিকার সমন্বয়ে গঠিত একটি টিম দিনব্যাপি স্বাস্থ্যসেবা প্রদান করে। স্বাস্থ্য ক্যাম্পে ব্যবস্থাপত্র প্রদানের সাথে সাথে তাদেরকে ঔষধ প্রদান করা হয়। আজকের ক্যাম্পে মোট ৮৯ জন রোগীকে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয় যার অধিকাংশই শিশু ও নারী। এছাড়াও বাঁধে ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া পরিবার সমূহের স্বাস্থ্যঝুকি প্রশমনের জন্য সংস্থার সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবিকাগন নিয়মিত উঠান বৈঠক পরিচালনার মাধ্যমে তাদের সচেতন করার কাজ করছেন। উল্লিখিত স্বাস্থ্যক্যাম্পটি চলমান থাকবে এবং এলাকার মানুষের চাহিদার ভিত্তিতে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে পরিচালিত হবে।