গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার নিজস্ব তহবিল থেকে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন।
গত শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার হরিরামপুর, নাকাই ও তালুককানুপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন সহ অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, চিনি ও চিড়া সহ ত্রান সামগ্রী বিতরন কারেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার। ত্রান বিতরন কালে তিনি বানভাসী দুর্গত মানুষের উদ্দেশ্যে বলেন, আপনাদের চিন্তা করার কোন কারন নাই। জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য পর্যাপ্ত ত্রান সামগ্রী দেযার জন্য বলেছেন। ত্রাণ সামগ্রী আসলে আপনারা সকলেই পাবেন, কেউ না খেয়ে থাকবেনা।আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু ত্রান সামগ্রী নিয়ে এসেছি।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন আকন্দ, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তাজু, পৌর কমিশনার রিমন তালুকদার, আওয়ামীলীগ নেত আব্দুর রহমান মাষ্টার, নাকাই ইউনিয়ন সভাপতি ইউনুছ আলী মন্ডল, সাধারণ সম্পাদক মোখছেদুলআমীন রিপন, তালুককানুপুর ইউনিয়ন সভাপতি মাছুদ রানা, সাধারণ সম্পাদক লিচু প্রমূখ।