
দেশের উত্তরাঞ্চলের নজিরবিহীন বন্যায় ঘরবাড়ি, রাস্তা ঘাট ও স্কুল-কলেজ বিলীন হলেও বন্যাদুর্গতদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর স্টেডিয়াম চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে অভিযোগ করেছেন সেটি ভিত্তিহীন ও মিথ্যা বলে আভিহিত করেন। বিএনপির কোনো নেতানেত্রী হাওরাঞ্চল, উপকূল এমনকি উত্তরাঞ্চলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি। বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে তারা ষোড়শ সংশোধনীর সুপ্রিম কোর্টের রায় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
ওবায়দুল কাদের বন্যদুর্গতদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে সফরে আসছেন।’ আপনাদের পুনর্বাসনের ব্যাবস্থা করবেন।