গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন-বঙ্গবন্ধু শুধু কোন নাম নয়, বঙ্গবন্ধু মানেই একটি ইতিহাস, আন্দোলন, সংগ্রাম ও স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি বৃহস্পতিবার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহ আয়োজিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার জন্য সাঘাটা-ফুলছড়িরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান।
সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, আওয়ামীলীগ নেতা ও সাবেক কৃষিমন্ত্রীর নাতি মাহবুবর রহমান নিটল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক শাহ মোঃ মোখলেছুর রহমান,আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, আওয়ামীলীগ নেতা এনামুল হক বাবলু, যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, কাজী শফিকুল ইসলাম, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান প্রমুখ। শেষে প্রশিক্ষিত যুবতের মাঝে যুব ঋণের চেক বিতরণ সহ মোনাজাত পরিচালনা করেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।