গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, জিয়াউর রহমান জীবিত থাকাকালীন কোন দিন নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবী করেননি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেননি। বিএনপি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করলেও তিনি মুক্তিযুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেননি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর বিদেশে পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার পদক্ষেপ নিন। বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। তিনি আশাবাদ ব্যক্ত বলেন, বর্তমান সরকারের মেয়াদেই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসি দ্রুত কার্যকর হবে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বুধবার স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট উপলক্ষে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আকবর হোসেন সরকারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, সাবেক কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন কদ্দুছ, শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মেহেদী হাসান বাবু, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হোসেন ফুলমিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাহদী মাসুদ পলাশ প্রমুখ। এরআগে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিগি¦জয়ী ভাস্কর্য উদ্বোধন করেন।