
বাংলাদেশ যখন বিশ্বে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রশংসা কুড়াচ্ছে, ঠিক তখনই তুফান কাণ্ড বাংলাদেশকে লজ্জায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
রবিবার বগুড়ায় ‘নারীর প্রতি সহিংসতা, আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রিয়াজুল হক বলেন, এই ছাত্রী ধর্ষণ এবং ওই ছাত্রী ও তার মাকে ন্যাড়া করে দেয়ার ঘটনাকে সরকারের জন্য বিষফোঁড়া । অপরাধ প্রমাণ করার ব্যর্থতার কারণে আইনের ফাঁকফোকর গলিয়ে আসামিরা খালাস পাচ্ছে। আর বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তাতে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বাড়ছে।
তিনি বলেন, নারী নির্যাতনের মামলার ৮৮ শতাংশ এবং ধর্ষণ মামলার ৯৫ শতাংশ আসামি খালাস পেয়ে যায়। তাহলে কি দেশে মাত্র ১২ শতাংশ নির্যাতন আর ৫ শতাংশ ধর্ষণের ঘটনা ঘটছে? এসময় তিনি দেশে নারী ও শিশু নির্যাতনের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান ম-ল, বগুড়ার জ্যেষ্ঠ সহকারী জজ জেসমিন আরা জাহান প্রমুখ।