
এক সপ্তাহের ব্যবধানে এক টেষ্টের পরই আবারো র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছলেন বাংলাদেশী তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে আবারও তিনি এক নম্বরে।
নিষেধাজ্ঞার খাড়ায় শ্রীলংকার বিপরীতে পাল্লেকেলে টেস্টে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। আর এ কারণে তার অবনমন নিশ্চিত হয়ে যায়। এর জন্য সাকিবকে কোনো কষ্ট করতে হয়নি।
টেস্ট শেষে মঙ্গলবার এল আনুষ্ঠানিক ঘোষণা। দুইয়ে নেমে গেছেন তিনি। রেটিং পয়েন্ট কমে হয়েছে ৪৩০।
এর আগে ৮ অাগস্ট প্রকাশিত র্যংকিং অনুযায়ী সাকিবকে টপকে শীর্ষে উঠেছিলেন জাদেজা। তার রেটিং পয়েন্ট ছিল ৪৩৮। সাকিব নেমে গিয়েছিলেন দুইয়ে। ৪৩১ পয়েন্ট ছিল তার ঝুলিতে।