গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে ফলিয়াদিগর গ্রামে নিজবাড়ীতে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা করেন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল আমিন, যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ কবির সাকা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুজা, জাহাঙ্গীর আলম, উপজেলা কমিটির সদস্য আজহারুল হান্নান, আব্দুল মান্নান আকন্দ, হইবর রহমান হবু, আসাদুজ্জামান বাদশা, এনামুল হক, সোহেল মিয়া, হাফিজার রহমান প্রমুখ। সভায় আওয়ামী লীগ ফুলছড়ি উপজেলা কমিটির সদস্যবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মতবিনিময় সভায় বক্তৃতাকালে মাহমুদ হাসান রিপন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বন্যা দুর্গতদের পাশে থেকে চলমান দুর্যোগ মোকাবেলায় সাহায্য সহযোগিতা করার আহবান জানান।