গাইবান্ধা প্রতিনিধিঃ দুর্যোগ ও বন্যা মোকবেলায় গাইবান্ধার ফুলছড়িতে সেনা বাহিনীর সাথে প্রশাসনের দুর্যোগ ও বন্যা ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী রংপুর সেনানিবাসের ৬৬ ডিভিমনের ৬৬ আর্টিলারী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহাবুব সরওয়ার, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টয়ষ্টয় ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় সেনা বাহিনী ও জেলা প্রশাসনের দুর্যোগ ও বন্যা মোকাবেলায় এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।