গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের দক্ষিণে রেলগেট বাজারে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার বাসদ সমন্বয়ক কমরেড গোলাম রব্বানী, জেলা ফোরাম সদস্য অ্যাড. মনিরুজ্জামান, অ্যাড. আব্দুস সালাম, জাহেদুল ইসলাম, আশরাফুল ইসলাম মিঠু প্রমুখ। ত্রাণ বিতরণকালে বন্যার্ত মানুষের উদ্যোগে গোলাম রব্বানী বলেন, বর্তমানে প্রতিবছর ৭২ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, ৪ লাখ কোটি টাকা বৎসরে বাজেট পাশ করা হয়। অথচ নদী ভাঙ্গন রোধ, বন্যা নিয়ন্ত্রনের জন্য সরকারের কোন কার্যকর উদ্যোগ নেই। ৬০ লাখ বানভাসি মানুষের জন্য মাথাপিছু সরকারি বরাদ্দ মাত্র ৪.৩২ টাকা মাত্র। তিনি বানভাসি মানুষের জন্য পর্যাপ্ত সরকারি ত্রাণের ব্যবস্থা করার দাবি জানান।