গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকার গো-চারণ ভূমি তলিয়ে থাকায় গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী না পৌঁছানোর অভিযোগ তুলেছেন আশ্রিতরা। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ে মেরিন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ফুলছড়ি তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৩ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।