গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুইটি ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে সরকারি বরাদ্দের ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংড়িয়া এলাকার ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়। এসময় উপস্থিত ছিলেন উদাখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মহিদুল হাসান, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন ইউি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে মঙ্গলবার সকালে ফুলছড়ি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন গ্রামের ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে সরকারি বরাদ্দের ত্রাণের চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফ হোসেন, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস মন্ডল, ইউপি সদস্য নুর হোসেন, ইসমাঈল হোসেন, হাফিজুর রহমান, মিনু বেগম প্রমুখ।