গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যার পানি ধীর গতিতে কমলেও সার্বিক পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ে মেরিন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় তিস্তামুখ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ২২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে বানভাসীরা অভিযোগ করছেন। ফুলছড়ি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠিদের উন্নয়নের নামে বেসরকারি সংস্থাগুলো কাজ করলেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন প্রকার ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যায়নি।