গাইবান্ধা প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা দূর্গত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার রতনপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে রতনপুর হাজিরহাট গ্রামের বানভাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, আতিকুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্যাহ ফযেজ, সহ-সাংগঠনিক সম্পাদক এবিএম সাইদুর রহমান রয়েল, আমির হামজা মুন্না, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জিল্লুর রহমান, গাইবান্ধা জেলা ছাত্রদলের সবাপতি জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ফুলছড়ি উপজেলা যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম জয়, জেলা ছাত্রদল নেতা মির্জা মাসুদ আহম্মেদ, শাহিদুজ্জামান শাহিন, ইমাম হাসান আলাল রাজিউল আলম, মাহমুদুর রহমান রতন, ফুলছড়ি উপজেলা ছাত্রদলের নেতা ইকবাল হোসেন, আখতারুজ্জামান আকতার, মৌসুমী আক্তার মিষ্টি, জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবন্দ।