গাইবান্ধা প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন হেফ্জ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, খতমে কুরআন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল রিসোর্স সেন্টারে বৃহস্পতিবার গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শামছুল হক আকন্দ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা মডেল কেয়ার টেকার কবিরুল ইসলাম, সাধারন কেয়ার টেকার আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, হাফেজ মারুফ হাসান প্রমুখ। অনুষ্ঠানে হেফজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতির কল্যাণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।