
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হয়েছিলেন কিন্তু তাকে নিয়েই আওয়ামী লীগ দুশ্চিন্তায় আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি শীর্ষক’ আলোচনা সভায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯৯৯ সালে রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হয়েছিলেন।