গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও বানভাসী মানুষের পাশে দাঁড়াতে আজ আসছেন মহান বাংলার স্বাধীনতা বিজয়ের বাঙ্গালী জাতির অহংকার বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের প্রতীক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী পর পর তিন বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার এই সফরকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জ বাসীর মুখে হাসি ফুটছে। যদিও এবারের বন্যায় এ উপজেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত তার পরেও তাদের পাশে এসে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দাঁড়িয়েছেন। তাই তো তারা ক্ষণিকের জন্য হলেও দুর্ভোগের কথা ভুলেই গেছেন। বন্যায় সবকিছু হারিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখা ও কাছে পাওয়ার জন্য। গাইবান্ধা জেলার প্রশাসন ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা রাতের ঘুমকে হারাম করে গোবিন্দগঞ্জ উপজেলার বানভাসী মানুষ ও কৃষকদের দুরদর্শার কথা শোনার জন্য গোবিন্দগঞ্জ পৌর বন্দরের উপজেলা চত্তরের ঈদগাহ মাঠে নিরাপত্তা বেষ্টুনী বলয় গড়ে তুলছেন। যাতে নিবিঘেœ বানভাসী মানুষের কথা শুনতে পারেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানিয়েছেন, প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলার বানভাসী মানুষের হাতে ত্রাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমনের চারা বিতরণ করার জন্য ঢাকা তেজগাঁও বিমান বন্দর থেকে গোবিন্দগঞ্জের উদেশ্যে শনিবার সকাল ৯ টায় দিকে হেলিকপ্টার যোগে রওনা দিয়ে গোবিন্দগঞ্জ গাইবান্ধা মোড়ে বোয়ালিয়া হ্যালিপ্যাডে সকাল ১০ টায় অবতরণ করবেন। সেখান থেকে ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ-সামগ্রী ও বন্যায় গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন। উপজেলা হলরুমে ১১.৩০ মিনিটে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধী সমাজ ও বন্যা ব্যবস্থাপনা সংশ্লিষ্ঠ সরকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। এর পর নামাজ ও মধ্যাহৃ বিরতি দিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উদ্দেশ্যে রওনা হবে বলে তিনি জানান।