আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা বন্ধ করলে চলমান অচলবস্থা দূর করতে আলোচনার জন্য দেশটিতে বিশেষ দূত পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
বৃহস্পতিবার এক টেলিভিশন কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
উত্তর কোরিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনা্ল্ড ট্রাম্পের হুমকির কথা স্মরণ করিয়ে দিয়ে মুন বলেন, পিয়ংইয়াংয়ের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তব যুদ্ধের দিকে পরিচালিত হতে পারে।
মুন বলেন, ‘কোরিয়া যুদ্ধের পর থেকে দেশকে পুনর্নির্মাণের জন্য জনগণ একসঙ্গে কাজ করেছে এবং যুদ্ধের কারণে আমরা আবারো সব কিছু হারাতে পারি না।’
তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কোরিয়ান উপদ্বীপে আর যুদ্ধ হবে না।’
এর আগে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় এই বলে যে, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছাকাছি গুয়াম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে। এর পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে, উত্তর কোরিয়ার ওপর এমন আঘাত হানা হবে যা এর আগে বিশ্ব কখনো দেখেনি।
সূত্র: এপি