
পাবনার চিনাখরা বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে শ্যামলী পরিবহন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সুজানগর উপজেলার চিনাপাড়া বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা সাদ্দাম পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১০ জন।