
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পাকিস্তানের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। আর তার কথা পুঁজি করে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা সংসদ সদস্যদের অবজ্ঞার প্রতিবাদে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘শোকের মাস আসলেই ষড়যন্ত্রকারীরা উজ্জীবিত হয়। নতুন ভাবে পানি ঘোলা করার চেষ্টা করে।বিএনপি তাই করছে।
শিল্পমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি হঠাৎ করেই সংসদ নিয়ে আপত্তিকর মন্তব্য করে মাঠে নেমেছেন। তার জ্ঞানের অভাব রয়েছে। তাই তিনি পাইকারি হারে কথা বলছেন।