খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৩৭৪ জন ভোটারের মধ্যে ২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সোহেল মিয়া প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএনএম কামরুল আহসানসহ সকল শিক্ষকগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকগণ নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচনে বিজয়ীরা হলেন, শাহ আলম সরকার ১৪০ ভোট, খায়রুল ইসলাম ১০৫ ভোট, আনারুল ইসলাম ১০৪ ভোট এবং হোসেন মোহাম্মাদ আলী মিলন ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার সোহেল মিয়া।