খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ও কিশোরগাড়ী ক্লাস্টারের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নৌকা যোগে গিয়ে সুলতানপুর বাড়াইপাড়া, পশ্চিম মির্জাপুর, কাশিয়াবাড়ী, কিশোরগাড়ী, পশ্চিম রামচন্দ্রপুর, গণকপাড়া ও তেকানী এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে ১ কেজি করে ৯’শ ৪০টি পরিবারের মাঝে আটা বিতরণ করা হয়।
বিতরণের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী। এসময় সর্বাত্মক সহযোগিতা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সোহেল মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সাইফ মোঃ সাজ্জাদুর রহমান, এটিএম সারুয়ার আলম সরকার, একেএম জাকির হোসেন, রিয়াজুল ইসলাম, গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক কফিল উদ্দিন, এনামুল হক, আব্দুল ওয়াদুদ মিলন, আব্দুল আজিজ, মরিুজ্জামান মিথুন, শরিফুল আলম ও তৌহিদ হোসেন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছার রহমান মিলন।