খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হোসেনপুর ইউনিয়নের বন্যা দুর্গত ৬৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে বৃহস্পতিবার বিকেলে উপজেলার হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা গ্রামের উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীর সহায়তায় প্রাথমিক ভাবে ৬৫ পরিবারের মাঝে ১০ কেজি চাল ৫০০ গ্রাম মসুর ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ৫০০ গ্রাম লবন, ৫০০ গ্রাম তেল, ৬টি মোমবাতি ও ১ টি ম্যাচ বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, সহ-সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন টিটু উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম আরো জানান আগামী কাল শুক্রবার উপজেলার কিশোরগাড়ী ও হোসেনপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করবেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।