খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম বাবু’র উদ্যোগে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা বাঁধের উপর ও বিভিন্ন গ্রামে নৌকা যোগে বাড়ী বাড়ী গিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার দুপুরে হোসেনপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ১৮’শ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু। এসময় তার সাথে হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শ্যামলী আক্তার, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহজাহান মিয়া, উপজেলা যুব মহিলালীগ আহবায়ক কল্পনা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী তহিদুল আমিন মন্ডল সুমন, ইউপি সদস্য আব্দুল মান্নান, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলামসহ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।