খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচিত এমপি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড.ফজলে রাব্বী মিয়া। বুধবার এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী যুবলীগ সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, ডেপুটি স্পিকারের ভাগিনা এ্যাড. ফারুকুল ইসলাম ফারুক, জেলা যুবলীগ প্রচার সম্পাদক হাসান মাহমুদ জনিসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।