খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়ানপুর মৌজায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ ঝুকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মিজানুর রহমান।
এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার আজাদুল ইসলাম, স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরপর দুই জায়গায় বাঁধ ভাঙ্গার উপক্রম হলেও স্থায়ী সহায়তা ও সেনাবাহিনীর নিবীর তত্বাবধানে এই বাঁধটি রক্ষা পায়।
এ ব্যাপারে কর্নেল মিজানুর রহমান জানান, স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন, ঠিকাদার আজাদল ইসলাম ও এনামুল হকের সহযোগিতা থাকায় এ পর্যান্ত বাঁধটি রক্ষার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
এই বাঁধটি রক্ষার ফলে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ এলাকার ১ হাজার একর ফসলসহ জানমালের ক্ষতি থেকে রক্ষা পায়।