খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বানভাসি ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গণেশপুর ও কাশিয়াবাড়ী বাজারে তালিকাভূক্ত বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে ৩ কেজি করে চাল বিতরণ করা হয়। ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহম্মেদ মুন এর অর্থায়নে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক আঃ লতিফ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন। জেলা ছাত্রলীগ নেতা বাবু। ত্রাণ সামগ্রী বিতরণ ও সার্বিক তত্ত্ববধান করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম সরকার বাবলা। উপজেলা ছাত্রলীগ নেতা তৌফিক আহম্মেদ শাওন, মামুন-আর-রশিদ সুমন, কিশোরগাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসলাম প্রামানিক টুটুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মেহেদী মন্ডল, ছাত্রনেতা হাবিবুর, শাকিল, মাসুদ, মিন্টু ও গাইবান্ধা জেলা পিকআপ (যান্ত্রিক) মালিক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ। কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৬’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।