খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় শনিবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ১৬টি গ্রামের বন্যা দূর্গত মানুষের মাঝে ১০ কেজি হারে ৫’শ প্যাকেট চাল ও ৫’শ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, এনামুল হক সরকার মকবুল, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা শাহীনুর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমান ও উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাকিম সরকার বাবলা।