খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ১’শ ৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাখু মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমানের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ১’শ ৫ পিসইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী রাখু মিয়াকে আটক করে।
আটককৃত রাখু উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের আজিজার রহমানের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।