খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পূণ্য তিথী জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির হতে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী নির্মল মিত্রের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ইউনুস আলী সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দিলীপ চন্দ্র সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী গোপাল গোবিন্দ তালুকদার, সাধারণ সম্পাদক শ্রী সুবীর কুমার দাস, সহ-সভাপতি শুধাংশু বাবু, হোসেনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও পূজা উদ্যাপন পরিষদ সভাপতি মাখন চন্দ্র সরকার এবং পূজা উদ্যাপন পরিষদ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহন সরকার প্রমুখ। বর্ণাঢ্য র্যালীতে উপজেলার কয়েকশত সনাতন ধরমাবম্বীরা অংশ নেয়। আজ মঙ্গলবার মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম তিথী জন্মাষ্টমী উপলক্ষে কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভোগ বিতরণ করা হবে।