
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে ঢাকা মহানগর দক্ষিণ ২৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ ২৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামে নুরুজ্জামামানের চাতালে বন্যা দুর্গত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ২৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য রায়হান কবির ও উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম লালু প্রমুখ। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ ও আলু।