খবরবাড়ি ডেস্কঃ “বিশ্ব মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই” এ শ্লোগান সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তনয় কুমার প্রমুখ। এসময় হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।