খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দেশে মাল্টি ব্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বেষ্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের এসএম হাইস্কুল মার্কেটে অতিথিবৃন্দ ফিতা কেটে এ শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন কালে বেষ্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের এজিএম সৈয়দ কামরুজ্জামান, রংপুর ডিভিশনের টেরিটরী অফিসার এফএম সিহাব উদ্দিন, এক্সিকিউটিভ প্রতিনিধি রাহেল চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য বেষ্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের যাত্রা শুরু’র পর থেকে সারাদেশে বিভিন্ন শো-রুমের মাধ্যমে নগদ ও সহজ কিস্তির মাধ্যমে ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাত করে আসছে।