খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ত্রাণ বিতরণ করেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু।
এসময় ত্রাণ বিতরণে সহযোগিতা করেন উপজেলা মহিলা লীগ সভাপতি শ্যামলী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হানী, মহিলা লীগ নেত্রী জাহানারা বেগম, ইসমোতারা বেগম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহজাহান শেখ। কাশিয়াবাড়ী বাজারসহ কিশোরগাড়ীর নেকটগাড়ী বাঁধে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মাঝে ছিল শুকনো খাবার চিড়া, গুড়, খাবার স্যালাইন ও পানির বোতল। ২টি পয়েন্টে ১৫’শ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।