খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাণি সম্পদ পিপিআই কমিটির আয়োজনে হেলভেটাস-এর এসপিসিসি প্রকল্পের আওতায় ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গণ উয়ন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় উপজেলার মহদীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের গাউছাপাড়ায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অত্রালাকার ৫৪টি পরিবারের ১’শ ২২টি গবাদি পশুকে তরকা রোগের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। উক্ত ক্যাম্পে গবাদি পশু’র মাঝে ভ্যাকসিন প্রয়োগ উপজেলা প্রাণি সম্পদ অফিসের ডিএফও হুমায়ুন কবির সরকার ও এলএসপি ফজলুর রহমান। এসময় হেলভেটাস-এর ফিল্ড কো-অর্ডিনেটর নুরুল ইসলাম ও গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা কো-অর্ডিনেটর মাহফুজা খাতুনসহ পিপিআই কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।