খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বন্যা দুর্গত পরিবারের মাঝে শুক্রবার সন্ধ্যায় ত্রাণ বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল হোসেনপুরে বন্যা দুর্গত ৭০টি পরিবারের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা ইদ্রিশ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীনুর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও ৩নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমানসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।