খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে আলোচনা সভা, হামদ-নাত-কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মডেল রির্সোস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপারভাইজার মোঃ ইদ্রিশ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা ও সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রফেসরপাড়া জামে মসজিদের পেশ ইমাম আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মডেল রিসোর্স সেন্টারের কেয়ার টেকার আনোয়ার হোসাইন, আঃ হান্নান ও সাদেকুল ইসলাম প্রমুখ। শেষে অতিথিবৃন্দ হামদ-নাত-কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।