খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অবিরাম বর্ষণে নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হয়ে বীজতলা, পুকুরের মাছ, কাঁচা তরি-তরকারির ফসল, কলার ক্ষেত, পান বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, গত ৩ দিনের লাগাতার অবিরাম ভারী বর্ষণের ফলে উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, পলাশবাড়ী, বরিশাল, মহদীপুর, বেতকাপা, পবনাপুর, মনোহরপর ও হরিনাথপুর ইউনিয়নের সকল নিম্নাঞ্চল সমূহে বৃষ্টির পানি বৃদ্ধি পেয়ে রোপা আমনের ক্ষেত ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। ফলে আগামী আমন মৌসুমে আমন ধানের আশানুরুপ ফলন আশা করা যায় না। এছাড়াও সমগ্র উপজেলার অধিকাংশ পুকুরে পানি উপছে চাষ করা মাছ বেড়িয়ে গেছে। এদিকে মহদীপুর ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকা সমূহের ফসল তলিয়ে যাওয়ায় ও নলেয়া নদীর ভাঙ্গনে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার চিত্র ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের তালিকা প্রণয়ন পূর্বক চেয়ারম্যানের নিকট দাখিল করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন। দিনমজুরদের কাজ কর্ম না থাকায় এবং বৃষ্টি আরোও দীর্ঘায়িত হওয়ার খবর জানতে পেয়ে তিনি ব্যক্তিগত তহবিল হতে অসহায় মানুষদের সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। অপরদিকে কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা ও হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনের আশংঙ্কা দেখা দিয়েছে। অতি বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতি বৃষ্টিতে গরু-ছাগল ঘর থেকে বাহিরে বের করা দুঃস্বাধ্য হয়ে পড়েছে। দেখা দিয়েছে গো খাদ্যের চরম সংকট।